বিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে তো বটেই একজন শান্ত মানুষ হিসেবেও রণবীর কাপুরের খ্যাতি রয়েছে বলিউড পাড়ায়। কথার ধরণ হোক কিংবা হাবভাব সবকিছুতেই মার্জিত থাকেন এই অভিনেতা। তাই তো এমন এক অপ্রীতিকর পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মা নীতু কাপুরকে নিয়ে গিয়েছিলেন একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে একটি চেয়ারে রণবীর একাই বসেছিলেন, অপরদিকে লম্বা একটি চেয়ারে নীতু কাপুর, সঞ্চালিকাসহ আরও এক অভিনেত্রী ছিলেন। অনুষ্ঠান চলাকালীন রণবীরের কোনো এক কথায় মাথায় হাত দিয়ে হাসতে শুরু করেন সঞ্চালিকা। অপ্রস্তুত সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ডান হাতে থাকা মাইক্রোফোন নামাতে গিয়ে বাঁ হাতে থাকা কফির কাপটি উল্টে দেন রণবীর। এতে রণবীরের উরুর উপর কফি পরে তার প্যান্ট নষ্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গেই উঠে পড়ে অপ্রস্তুত রণবীর পরিষ্কার করতে শুরু করেন। এতো লোকজনের সামনে নিজের কাণ্ডে হাসতেও থাকেন তিনি। রণবীরকে বাধা দিয়ে তৎক্ষণাৎ পরিষ্কারের জন্য লোক ডাকেন সঞ্চালিকা।
মায়ের সামনেই এমন ঘটনাও ভীষণ বুদ্ধিমত্তা দিয়েই সামলালেন চকলেট হিরো রণবীর কাপুর। গরম কফি প্যান্টে পড়ার পরেও একটুও রেগে গেলেন না তিনি, বরং হেসে সামলে নিলেন পুরো পরিস্থিতি।
রণবীরকে এমন শান্ত থাকতে দেখে যেনো আপ্লুত ভক্তরা। ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়েছে। কেউ লিখেছেন, জেন্টেলম্যান এমনই হয়। আবার কেউ বললেন, পরিস্থিতি সামলে নেওয়াই তো আসল শিক্ষা। আবার কেউ বললেন, এতো গরম কফি পড়ার পরেও যে শান্ত হয়ে বসে আছেন তিনি তাতেই তো বিরাট ব্যাপার। অবার কেউ মজার করে লিখেছেন, ‘উরুর উপর পরেছে গরম কফি, নিশ্চয় জ্বালা করছে, আর উনি হাসছেন!’ কেউ লিখেছেন, ‘ধোঁয়া বের হচ্ছে, নিশ্চয় জ্বলে গেছে…’। কারোর মন্তব্য ‘উফ ইয়ার’।
এদিন রণবীর পরেছিলেন কালো ক্যাজুয়াল প্যান্ট ও টি-শার্ট। আর নীতু কাপুর পরেছিলেন পারপল রঙের প্যান্ট ও গলাবন্ধ টপ।
প্রসঙ্গত শেষবার রণবীরকে দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ১৪৮ কোটির ব্যবসা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।