বিনোদন ডেস্ক : উরফি জাভেদের পোশাকের পছন্দকে ‘বাজে রুচি’ বললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি কারিনা কাপুরের শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এমন মন্তব্য করেন অভিনেতা। সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রণবীর।
অনুষ্ঠানের একটি অংশে, কারিনা কাপুর রণবীরকে বিভিন্ন পোশাক পরা বেশ কয়েকজন তারকাকে দেখিয়েছিলেন এবং মতামত জানতে চেয়েছিলেন। তবে তাদের মুখ দেখানো হয়নি। মজার বিষয় হল, রণবীর তাদের পোশাকের উপর ভিত্তি করে তাদের সঠিকভাবে চিহ্নিত করেছেন এবং তাদের ‘ভাল’ বা ‘খারাপ’ রুচির প্রসঙ্গে মন্তব্য করেছেন। কারিনা যখন রণবীরের সামনে উরফি জাভেদের একটি প্ল্যাকার্ড রেখে বলেছিলেন, “আমার মনে হয় তুমি জানো এই ব্যক্তিটি কে!” রণবীরের উত্তর ছিল, ‘এটা কি উরফি?’ এরপর তিনি বলেন, “আমি এই ধরনের ফ্যাশনের ভক্ত নই।” এরপর কারিনার প্রশ্ন ছিল, ‘এটি ভাল না খারাপ রুচি?’ রণবীরের সোজা সাপ্টা উত্তর, ‘খারাপ রুচি।’
উরফি ছাড়াও কারিনা তার অতিথি রণবীরকে প্রিয়াঙ্কা চোপড়ার একটি প্ল্যাকার্ডও দেখান। প্রিয়াঙ্কার একটি গাউন পরিহিত সেই প্ল্যাকার্ডটি দেখে রণবীরের অভিমত, “পিসি (প্রিয়াঙ্কা চোপড়া) অসাধারণ! তাই, অবশ্যই ভালো রুচি বলতে হবে।”
রণবীরকে সর্বশেষ দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ চলচ্চিত্রে। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। সামনে রণবীরের চলচ্চিত্র ‘অ্যানিমেল’ আসছে। এতে তার সাথে আরো থাকছেন রাশ্মিকা মান্দানা, পরিনীতি চোপড়া, অনিল কাপুর ও ববি দেওল। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবার কথা রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।