বিনোদন ডেস্ক : কিছুদিন আগে র্যাপার আলী হাসান গান গাওয়াকে হারাম বলে মন্তব্য করেন। আর তাতে শোবিজে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। সম্প্রতি র্যাপারকে নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন সংগীতশিল্পী দোলা।
গান নিয়ে সমালোচনা করেও আবার গান গাইছেন আলী হাসান। এ বিষয়ে এই গায়িকা বললেন, ‘পৃথিবীর সব দেশেই গান হয়, গান ছাড়া কোনো দেশ নেই। যেই মানুষটা ভাববে গান গাওয়া হারাম নাকি হালাল, এই টাকা খাওয়া যাবে না সেই মানুষটার তো এই জগতে আসারই কথা না, সে তো মাদ্রাসায় পড়বে। সে হুজুর হবে, ওয়াজ-মাহফিলে যাবে ওয়াজ করবে, বড় বক্তা হবে।’
তিনি নিজের কথা বলতে পারেন কিন্তু যারা সবাই গান করে তাদের নিয়ে তিনি বলতে পারেন না- এমন অভিমত দোলার। তিনি বলেন, ‘তার মধ্যে অবশ্যই প্রতিভা আছে। তা নাহলে সে এত সুন্দর র্যাপ লিখতে পারত না, গাইতে পারতো না। সে এতদূর পর্যন্ত এসে এই ধরণের একটা কথা বলা কি ধরণের বোকামী, আমি জানি না। আমরা সবাই ভাইরালের পিছনে ছুটতে পছন্দ করি। সে এক গান করে ভাইরাল হয়েছে। আমি নিজেও তার গান পছন্দ করি কিন্তু ব্যক্তি হিসেবে সে আমার মন থেকে উঠে গেছে। একজন শিল্পী হয়ে সে পৃথিবীর সব শিল্পীকে নিয়ে কথা বলতে পারে না।’
বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র্যাপার আলী হাসান। তবে লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। হাসানের কথা ও সুরে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান করে রাতারাতি আলোচনায় আসেন আলি হাসান।
সম্প্রতি আলি হাসান গানকে হারাম বলে আলোচনায় এসেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসে আলি হাসান বলেন, গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বিল্ডিং খিচি (বাড়ি করি)। মিলাই ঝুলাই করতেছি!
ওই টেলিভিশনের উপস্থাপক আরজে কিবরিয়া প্রশ্ন করেন, আপনি এতো বড় স্টার হয়ে গেছেন বৌ কিছু বলে না যে তুমি বড় স্টার হয়ে গেছ? আলি হাসান জবাব দেন আমার বউ ধার্মিক, আমার বাবা-মাও ধার্মিক। সবাই নামাজ কালাম নিয়ে আছেন। আমার বৌ মাদরাসার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।