জুমবাংলা ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত দুলালকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সেইসঙ্গে অপর একটি ধারায় একই আসামির ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে উল্লেখ করা প্রথম সাজা শেষ হওয়ার পরে দ্বিতীয় সাজার মেয়াদ শুরু হবে।
বুধবার বেলা এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। নিজামুদ্দিন নামের অপর আসামিকে বেকসুর খালাস দেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্ৰামে ২০১০ সালের ২৩ জুলাই রাত আটটার দিকে ভিকটিমের ভাইকে ডাকতে বাড়ির বাইরে গেলে মামলার প্রধান অভিযুক্ত দুলাল চন্দ্র এবং নিজাম মুখে কাপড় গুঁজে দিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে যায়।
শ্যুটিংয়ের সময় করণ জোহর আমার গোপন জায়গায় হাত দিত : আনুশকা শর্মা
সেখানে দুলাল ভিকটিমকে জোর করে ধর্ষণ করে। এ সময় ওই নারীর গোংরানি শুনতে পেয়ে পাশের বাড়ির লোকজন ছুটে এলে দুলাল ও নিজাম দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ২৫ জুলাই ভিকটিম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় হাজির হয়ে দুলাল চন্দ্র এবং নিজাম উদ্দিনের বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৪ বছর পর আদালত ২ আসামি দুলাল চন্দ্র ও নিজাম উদ্দিনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী আনিসুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।