জুমবাংলা ডেস্ক : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আগামীকাল শনিবার থেকে পুরোদমে চালু হচ্ছে মেট্রোরেল সেবা। সকাল সাতটা ১০ মিনিটে উত্তরা থেকে মেট্রোরেল ছাড়বে, আর শেষ ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যাবে রাত আটটা ৪০ মিনিটে।
পিক ও অফপিক আওয়ার
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ পর্যন্ত পিক আওয়ার ধরা হবে। এছাড়া বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ার বলে বিবেচনা করা হবে।
র্যাপিড বা এমআরটি পাস ছাড়া চড়া যাবে না যে ট্রেনগুলোতে
সকাল সাতটা ১০ মিনিট এবং সকাল সাতটা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওই দুইটি ট্রেনে সকালে ওঠার সময় অবশ্যই এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে হবে। অপরদিকে মতিঝিল থেকে সকাল সাড়ে সাতটা থেকে ট্রেন চলবে।
সবশেষ রাত ৮টা ১০, ২০, ৩০ ও ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল থেকে ছেড়ে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত আসবে। এই চারটি ট্রেনেও শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে হবে। তবে কেউ যদি ৭টা ৪৫ মিনিটের আগে টিকেট কিনে থাকেন তিনিও ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাত সাতটা ৪৫ থেকে সকল ধরনের টিকেট বিক্রি বন্ধ থাকবে।
যেভাবে করবেন এমআরটি পাস
ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (dmtcl.gov.bd) থেকে বা মেট্রোরেল স্টেশন থেকে ফরম সংগ্রহ করতে হবে। সেটি পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড।
নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে। সকল স্টেশন থেকে সকাল সাতটা ১৫ থেকে রাত সাতটা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।