বিরল রেকর্ড গড়লো অমির নাটক

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবার ঈদেও আলোচনায় কাজল আরেফিন অমির নাটক। তার বানানো ‘ব্যাচেলরস কোরবানি’ ও ‘গুড বাজ’ নাটক দুটিতে মজেছে দর্শক। এ কারণে ইউটিউবে রেকর্ড পরিমাণে দর্শক নাটক দুটি দেখছেন।

দুটি নাটকই উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। প্রকাশের দু দিনের মধ্যেই ৮৫ লাখের বেশি দর্শক দেখে ফেলেছে ‘ব্যাচেলরস কোরবানি’, যা বাংলা নাটকের ক্ষেত্রে অনেকটা বিরল রেকর্ড!

আরেক নাটক ‘গুড বাজ’ মাত্র ২০ ঘণ্টায় ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। অমি জানালেন, এবার তার বানানো দুটি নাটকই এসেছে। দুটিই দর্শক উপভোগ করছেন।

আগের ঈদে ‘ব্যাচেলরস রমজান’র সিকুয়্যালে ব্যাচেলরস কোরবানি বানিয়েছেন অমি। বললেন, আগেরটার চেয়ে সবদিক থেকে এবার আরও বেশি দর্শক পছন্দ করছে এটি। সর্বাধিক সংখ্যক দর্শক পছন্দ করেছেন। এ কারণে ইউটিউব ট্রেন্ডিং এক নম্বরে আছে। ‘গুড বাজ’ নাটক যারা দেখছেন কারও অপছন্দ হয়েছে এমনটা বলেনি। দুটো কাজই দর্শক যে সাড়া পাচ্ছি এতে পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে হচ্ছে।

‘ব্যাচেলরস কোরবানি’ নাটকের শেষ দিকে বিশ্বাসের জায়গা তুলে ধরেন অমি। তিনি মনে করেন, দর্শকরা তাকে বিশ্বাস করে নাটক দেখে। অমি বলেন, হয়তো দর্শক আমাকে বিশ্বাস করে আমার কাজের জন্য অপেক্ষায় থাকে সে কারণে এত বেশি ভিউস হয়। তাছাড়া আমিসহ আমার পুরো টিমই প্রতিটি কাজের জন্য নিজেদের সেরাটা দিয়ে থাকে। সে কারণে মানুষ এতো পছন্দ করে।

অমি জানান, তিনি তার কোনো কাজে বিন্দু পরিমাণ কমপ্রোমাইজ করেন না। প্রি-প্রোডাকশন থেকে নাটক প্রচার হওয়া পর্যন্ত প্রতিটি কাজ নিজে ধরে ধরে করেন। বলেন, পলাশের মতো একজন ভালো পরিচালক আমার সহযোগী, শিমুল আমার প্রধান সহকারী; চাইলেই ফাঁকি দিয়ে ওদের দিয়ে এডিটিং করাতে পারতাম। কিন্তু তা করি না। আমি বসে থেকে সবকিছু নিজে করি।

বর্তমানে কক্সবাজার আছেন পরিচালক অমি। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত কাজ করেছি। ঈদের দিনও কাজ করতে হয়েছে। বেশি কাজ করলে দর্শকদের সঙ্গে কমিটমেন্ট রাখতে সমস্যা হয়। এ কারণে এবার ঈদে দুটি নাটক করেছি। নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নেই। আমার টিমের প্রত্যেক সদস্যই এতে সহযোগিতা করেন। আসলে সবার আন্তরিকতা ছাড়া এমন পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হতো না।

সারা-জাহ্নবীর বন্ধুত্ব হয় যেভাবে