সাবধান, ছোট্ট এই পোকার এক কামড়েই হতে পারে প্যারালাইসিস!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: করোনার এই দুঃসময়ে আতঙ্কের কথা শোনালেন ব্রিটেনের চিকিৎসকেরা। তারা সতর্ক করে বলেছেন, ছোট টিক জাতীয় পোকার কামড়ে মানুষ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন। অথচ এতদিন এই পোকাটিকে অনেকে ‘নিরীহ’ ভাবতেন। খবর দ্য সানের।প্রতিবেদনে বলা হয়েছে, এই পোকার কামড় খেয়ে ইতিমধ্যে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা অনেকটা বিরল ঘটনা।চিকিৎসকেরা জানিয়েছেন পোকাটির কামড়ে … Continue reading সাবধান, ছোট্ট এই পোকার এক কামড়েই হতে পারে প্যারালাইসিস!