বিনোদন ডেস্ক : নাচে-গানে মন মাতাতে বলিউডের আলাদা সুনাম আছে। বিশেষ করে বলিউডে কিছু গানের সঙ্গে নায়িকাদের নাচ ভিন্ন মাত্রা যোগ করেছে; যেগুলো সিনেমাপ্রেমীদের কাছে ইতিহাস হয়ে আছে! ‘এক দো তিন’ এই গান যেমন মাধুরী দীক্ষিত ছাড়া কল্পনা করা যায় না, তেমনি ‘টিপ টিপ বারসা পানি’ রাভিনা ট্যান্ডনের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত একটি কাজ।
অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ (১৯৯৪) সিনেমার জনপ্রিয় এই গান দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। এবার মায়ের সেই ‘আইকনিক’ গানে পারফর্ম করলেন রাশা থাডানি। রাশার নাচের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেচে স্টেজ পারফর্মে অভিষেক হলো রাশা থাডানির। এ যাত্রার সূচনালগ্নে, মাকে শ্রদ্ধাকে জানিয়ে তারই বিখ্যাত ‘টিপ টিপ বারসা’ গানে পারফর্ম করেন এই অভিনেত্রী। রাশার পরনে হলুদ রঙের শাড়ি-ড্রেস। এমন লুকে রাশার নাচে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত দর্শকরা।
কেবল তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাশার নাচের ভিডিও। যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ধনশ্রী লেখেন, “স্টেজে যেন রাভিনা নাচছেন।” রাম লেখেন, “রাশা আগুন।” ঐন্দ্রিলা লেখেন, “সে (রাশা) ভালো নেচেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মায়ের পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রেখেছেন রাশা। গত ৬ জানুয়ারি ‘আজাদ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও প্রশংসা কুড়ান ২০ বছরের রাশা। অভিনয়-নাচ নয়, গানেও পারদর্শী এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।