রশিদ খানের ইফতারি তৈরির ভিডিও ভাইরাল

রশিদ খান

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বড় তারকা ক্রিকেটার রশিদ খান। ক্রিকেট দুনিয়ায় তার সম্পর্কে একটা কথা এখন খুব প্রচলিত যে, বিশ্বকাপ জয়ের আগে বিয়ে করবেন না রশিদ। বয়স নিয়েও নাকি লুকোচুরির আশ্রয় নেন আফগান এই তারকা।

রশিদ খান

বয়স ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হয়েছেন আফগান এই ক্রিকেটার।সম্প্রতি নিজের ইফতারি তৈরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আফগান ক্রিকেটার রশিদ খান। ইতোমধ্যেই ব্যাপকহারে ভাইরালও হয়েছে সেটি। তাতে রশিদের রান্না করা দেখে এক ভক্ত তাকে খুব শিগগির বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) নিজের টুইটার ও ইনস্টাগ্রাম একাউন্টে ভিডিওটি শেয়ার করেন এই ঘূর্ণি বোলার। তাতে দেখা যায়, গোশত দিয়ে এক বিশেষ ধরনের খাবার তৈরি করেছেন তিনি। খাবারের নাম দিয়েছেন ‘আফগান চিকেন’। শুধু তাই নয়, ভক্তদের বোঝার সহজার্থে রশিদ খান আফগান চিকেন রান্নার বিস্তারিত ধাপগুলোও দেখিয়েছেন ওই ভিডিওতে।

কুকুর ছানাকে পিঠে নিয়ে দৌড় দিল মোরগ

তার করা এই টুইটে আলইশবাহ নামের এক নারী ভক্ত রশিদ খানকে রিটুইট করেছেন, ‘আপনি কি অবিবাহিত? আমার জন্য আপনাকে প্রস্তাব দিচ্ছি।’ মাকসুদ আহমাদ বাট নামের এক পাকিস্তানি ভক্ত পরামর্শ দিয়ে লিখেছেন, ‘ভাই বিয়ে করে নাও, এত মেহনত কেন করছো?’