বিনোদন ডেস্ক : এক সময় তকমা পেয়েছিলেন ‘জাতীয় ক্রাশ’-এর। তখনও দক্ষিণী বিনোদন জগৎ থেকে বলিউডে সে ভাবে পা রাখা হয়নি অভিনেত্রী রাশমিকা মান্দানার। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমায় কাজ করার মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় আত্মপ্রকাশ। তার পরে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করেছেন ‘মিশন মজনু’ সিনেমায়।
গেল বছর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা। হিন্দির সঙ্গে তাল মিলিয়ে গত কয়েক বছরে দক্ষিণী সিনেমায়ও কাজ চালিয়ে গেছেন অভিনেত্রী। তবে যে কোনও কাজে সায় দেওয়ার আগে নাকি এক বিশেষ ব্যক্তির পরামর্শ নেন তিনি। তিনি অনুমতি না দিলে নাকি সেই কাজের জন্য রাজিও হন না রাশমিকা!
রাশমিকার জীবনের সেই বিশেষ ব্যক্তি হলেন তার চর্চিত প্রেমিক ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন বিনোদন জগতের ‘ওপেন সিক্রেট’। তারা কেউ জনসমক্ষে নিজেদের প্রেমের কথা স্বীকার না করলেও দুই তারকার অভিব্যক্তি দেখে তাদের সম্পর্ক নিয়ে প্রায় নিশ্চিত অনুরাগীরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, ‘বিজু’র সঙ্গে কথা না বলে নাকি কোনও কাজ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেন না তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমরা বিনোদন জগতে প্রায় একসঙ্গে পরিণত হয়েছি। আমি এখন যা কিছু করি, তাতে ওর অবদান থাকবেই।’
রাশমিকা জানান, যে কোনও প্রজেক্টের ক্ষেত্রেই সবার আগে বিজয়ের পরামর্শ নেন তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসে কানাঘুষো শোনা গিয়েছিল, খুব শীঘ্রই নাকি একে অপরের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন রাশমিকা ও বিজয়। তার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।