বিনোদন ডেস্ক : হঠাৎ করেই বেড়েছে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার। আর এর শিকার বেশি হচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা। গত কয়েকদিনে রাশমিকা মান্দানা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটের মতো তারকাদের মুখ আপত্তিকর ভিডিওতে বসিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ বিষয়ে অনেক তারকাই সরব হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তবে এবার ভুক্তভোগী রাশমিকাই খোলাখুলি কথা বললেন। তার মতে, ‘ডিপফেক ভিডিও আমাদের চারপাশে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। কিন্তু আমরা এটাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছি, যেটা মোটেও উচিত নয়। আমি সব সময় ভাবতাম, এটা নিয়ে কথা বললে কে শুনবে! কিন্তু সেই ধারণা পাল্টে গেছে।’
রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আনন্দিত যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষ আমাকে সমর্থন দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এখন বুঝতে পারছি, এটা নিয়ে কথা বলা কতটা জরুরি। আমি নারীদের বলব, এ রকম ঘটলে তারা যেন প্রশাসনের সহযোগিতা নেন।’ চলতি মাসের প্রথমদিকে সোশ্যাল মিডিয়ায় রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল হয়।
ঋতুপর্ণা প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে: ফেরদৌস
যেখানে দেখা যায়, তার মুখসংবলিত এক স্বল্পবসনা নারী লিফটে উঠছেন। অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন মুক্তির অপেক্ষায় থাকা নতুন ছবি ‘অ্যানিমেল’-এর প্রচারে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটিতে তিনি রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী এটি মুক্তি পাচ্ছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.