বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। বাংলাদেশেও এ অভিনেত্রীর ভক্তের অভাব নেই। সুন্দর হাসি, নজড়কাড়া স্টাইল ও দারুণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় কেড়েছেন তিনি।
সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে কিছু নজড়কাড়া স্টাইলের ছবি শেয়ার করেছেন। সেখানে এ অভিনেত্রীকে দারুণ লাগছে।
মাস্টার্ড ইয়েলো রঙের লেহেঙ্গার সঙ্গে সবুজ ও আইভরি রঙের কনট্রাস্ট গহনা পরে তাক লাগিয়েছেন রশ্মিকা মন্দানা। ন্যুড মেকআপ ও লম্বা বিনুনি তাকে মোহনীয় করে তুলেছে।
গাঢ় নীল রঙের প্রিন্টেড কাজ করা শাড়ির সঙ্গে একই রঙের স্লিভলেস ব্লাউজ পরেছেন রশ্মিকা। গলা ও কানে জড়িয়েছেন ম্যাচিং গহনা। চুল সোজা করে টেনে পেছনে খোঁপা বেঁধেছেন এ অভিনেত্রী। খোঁপায় শোভা পাচ্ছে গাজরা।
আইভরি রঙের লেহেঙ্গায় বেশ শুভ্র লাগছে রশ্মিকাকে। ভারি পোশাকের সঙ্গে খুব একটা গহনা পরেননি তিনি।
গাঢ় সবুজ রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজের সঙ্গে গোল্ডেন কালারের গহনা পরেছেন এ ভারতীয় অভিনেত্রী। চুল খোঁপা করে চারটি গোলাপ গুজেছেন। কাঁধে ঝুলিয়েছেন লাভ শেপের ছোট্ট ব্যাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।