ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার মাধ্যমে পরিচিতি পেলেও তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে । বর্তমানে দক্ষিণী, বলিউডে সমানতালে রাজত্ব করছেন এ নায়িকা।
তবে সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, কন্নড় সিনেমার প্রযোজকরা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকাকে নিষিদ্ধ করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চাও চলছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন নিজের অবস্থান।
গুড নিউজ কন্নড়-কে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, ‘দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ভেতরে কী হচ্ছে তা সৃষ্টিকর্তা জানেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা রাখতে পারি না। আর আমরা এমন মানুষ নই যে, আমাদের ব্যক্তিগত মেসেজ অনলাইনে শেয়ার করব।’
পেশাগত আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখেন রাশমিকা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, `ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে পেশাগতভাবে কেউ কিছু বললে, সেটা আমরা মাথায় রাখি এবং কাজ করি।’
এরপর রাশমিকাকে সরাসরি প্রশ্ন করা হয়, কন্নড় প্রযোজকরা আপনাকে নিষিদ্ধ করেছেন কি না? জবাবে রাশমিকা মান্দানা বলেন, `এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।’
প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন রাশমিকা-বিজয়। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।