শাড়ি ছেঁড়ে ব্রা আর প্যান্ট পরে সামনে এসেছে নায়িকা, স্টাইল দেখে মুগ্ধ ভক্তরা

Rashmika Mandanna

বিনোদন ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

Rashmika Mandanna

বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি শাড়ি লুকেই মুগ্ধ করেছেন নিজের অগণিত ভক্তমহলের পাশাপাশি নেটনাগরিকদের অধিকাংশকে।

খুব শীঘ্রই নেটফ্লিক্সের পর্দায় শান্তনু বাগচি পরিচালিত ‘মিশন মজনু’ ছবির হাত ধরে দেখা মিলবে রশ্মিকা মন্দনার। সেই ছবিতে তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সম্প্রতি সেই ছবিটিরই ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরাই। অবশ্য সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

উল্লেখ্য, এই দিনেই শাড়ি লুকে সকলের মাঝে থেকেও নজর কেড়েছেন ‘মিশন মজনু’র অভিনেত্রী। চন্দন কালারের একটি সুন্দর ডিজাইনার শাড়িতে দেখা মিলেছে তার। খোলা চুলে, নুড মেকাপে, ভারী কানের দুল পরেছিলেন অভিনেত্রী। সাথে ছিল তার সেই চিরপরিচিত হাসিও। আপাতত, নিজের এই ট্রেলার লঞ্চের লুককে কেন্দ্র করেই চর্চিত অভিনেত্রী।

উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি সুনীল গ্রোভার, আশিষ বিদ্যার্থী, এলি আব্রামের মতো তারকাদের দেখা মিলেছে। এছাড়াও তার একগুচ্ছ ছবি খুব শীঘ্রই আসতে চলেছে বলিউডের পর্দায়।

উদ্ধার হলো বিলুপ্তপ্রায় জংলী খরগোশ

‘মিশন মজনু’ ছবি ছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত পুষ্পার দ্বিতীয় ভাগের কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেখানেও দেখা মিলতে চলেছে তার। আপাতত, ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন রশ্মিকা, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।