অভিনয়ে আসার আগে যা করতেন রাশমিকা

রাশমিকা

বিনোদন ডেস্ক : রাশমিকা মন্দানা বললেই বোধহয় এখন মনে পড়ে ‘শ্রীভল্লি’ বা ‘সামি সামি’। সদ্য সুপারহিট দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র নায়িকার আজ জন্মদিন। খুব অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন দক্ষিণী ছবিতে, এমনকি পা জমিয়েছেন বলিউডেও। জন্মদিনে দেখে নিন এই নায়িকার রুপোলি পর্দার সফর।

রাশমিকা

খুব অল্প সময়েই খ্য়াতির কার্যত শিখরে পৌঁছে গিয়েছেন রাশমিকা। তাঁর নতুন ছবি ‘পুষ্পা’-ই আপাতত তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। তবে এর আগেও একাধিক ছবিতে কাজ করে সুনাম অর্জন করেছেন রাশমিকা।

২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। তামিল ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কিরিক পার্টি’ ছবি দিয়ে অভিনয় জগতে প্রবেশ তাঁর। এছাড়াও ‘অঞ্জানী পুত্র’, ‘ছমক’, ‘ইজমন’-এর মতো একাধিক দক্ষিণী হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

তেলুগু ছবি ‘ছলো’ দিয়ে তেলুগু ছবিতে পা রেখেছিলেন তিনি। ‘গীত গোবিন্দম, দেবদাস, ডিয়ার কমরেড, ভীষ্ম’-র মতো হিট ছবিরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রাশমিকা। দক্ষিণ ছাড়িয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি। আগামী ছবি ‘মিশন মজনু’-তে সিদ্ধার্থ মলহোত্র-র বিপরীতে দেখা যাবে তাঁকে।

পেঁয়াজ যেখানে মাংসের চেয়েও দামি

‘অমিতাভ বচ্চন’-এর সঙ্গে রাশমিকা মন্দানাকে দেখা যাবে ‘গুডবাই’ ছবিতে। এছাড়াও রণবীর কপূরের সঙ্গে ‘অ্য়ানিম্যাল’ ছবিতে দেখা যাবে তাঁকে। ২০১২ সালে প্রথম মডেলিং শুরু করেন রাশমিকা। এরপর বিজ্ঞাপনী সংস্থার হয়ে শ্যুটিংও করেছিলেন তিনি। তাঁর প্রিয় অভিনেতা অভিনেত্রীরা হলেন এম্মা ওয়াটসন, শাহরুখ খান, রণবীর সিংহ, রজনীকান্ত। রাশমিকার জন্ম কোডাগুতে। তাঁর বড় হয়ে ওঠা কুর্গে। পরিবারের মধ্যে সবচেয়ে বড় সন্তান তিনি।