বিনোদন ডেস্ক : জিমে গিয়ে আহত হওয়ার পর থেকে অভিনেত্রী রাশমিকা মান্দানার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’খ্যাত এই তারকা।
রবিবার (২৬ জানুয়ারি) রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট তথ্য জানিয়েছেন।
ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, “আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং আমিও করব না।”
আহত হওয়ার পর ২ সপ্তাহ কেটে গেলেও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এ তথ্য জানিয়ে রাশমিকা মান্দানা লেখেন, “গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।”
ভক্তদের উদ্দেশ্যে রাশমিকা মান্দানা বলেন, “দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। তোমাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।”
এর আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।
রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।
সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখা যাবে। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি দিব্যা দত্ত প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।