ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন এই যুগল। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা।
বাগদানের খবরে সিলমোহর না দিলেও বিজয়-রাশমিকাকে নিয়ে চর্চায় মেতেছেন তাদের ভক্ত-অনুরাগীরা। আলোচনায় উঠে এসেছে, এ জুটির অর্জিত সম্পদের পরিমাণ। চলুন জেনে নিই, রাশমিকা না কি বিজয়, কে বেশি ধনী—
রাশমিকার সম্পদ ও আয়ের উৎস
ফোর্বসের তথ্য অনুসারে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৬৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি ৫২ লাখ টাকা) মালিক। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেন রাশমিকা মান্দানা। এ সিনেমা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। সাধারণত, প্রতি সিনেমার জন্য রাশমিকা নিয়ে থাকেন ৪-৮ কোটি রুপি।
সিনেমা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বিজ্ঞাপনে মডেল হয়েও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন রাশমিকা। প্লামের মতো প্রসাধনী প্রতিষ্ঠানে বিনিয়োগও করেছেন তিনি। বেঙ্গালুরুতে তার বিলাসবহুল বাংলো রয়েছে; যার মূল্য ৮ কোটি রুপি। এছাড়াও মুম্বাই, গোয়া কুর্গ ও হায়দরাবাদে রাশমিকার সম্পদ রয়েছে।
অন্য তারকাদের মতো গাড়ির প্রতি টান রয়েছে রাশমিকার। তার গ্যারেজে শোভা পাচ্ছে বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি। যেমন: অডি কিউ৩, রেঞ্জ রোভার স্পোর্টস, টয়োটা ইনোভা, হুন্দাই ক্রেটা এবং একটি মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস।
আইএমডিবির তথ্য অনুসারে, একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন রাশমিকা মান্দানা। তার অভিনীত ‘ছাবা’ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। পিরিয়ড-ড্রামা ঘরানার সিনেমাটির জন্য রাশমিকা পারিশ্রমিক নেন ৪-৮ কোটি রুপি।
বিজয়ের সম্পদ ও আয়ের উৎস
‘অর্জুন রেড্ডি’খ্যাত অভিনেতা বিজয় দেবরকোন্ডা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা তিনি। প্রতিটি সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ডিএনএ জানিয়েছে, বিজয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০-৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৮-৯৬ কোটি টাকার বেশি)।
অভিনয় ছাড়াও বিজয়ের আয়ের বেশ কিছু উৎস রয়েছে। যার মধ্যে অন্যতম হলো—ব্র্যান্ড এনডোর্সমেন্ট। প্রতি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বিজয়। ইনস্টাগ্রামে স্পন্সর করা একটি পোস্ট থেকে প্রায় ৪০ লাখ রুপি আয় করে থাকেন বলে জানা গেছে। রাশমিকার মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন বিজয়ও, যা তার আর্থিক অবস্থাকে আরো মজবুত করেছে।
বিজয় দেবরাকোন্ডা ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ‘লাইগার’খ্যাত এ অভিনেতার হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে বাড়ি রয়েছে। এ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। বাড়িটির মূল্য ১৫ কোটি রুপি। গাড়ির প্রতি তার বেশ দুর্বলতা রয়েছে। তার গ্যারেজে শোভা পাচ্ছে পাঁচটি দামি গাড়ি। এগুলো হলো—লেক্সাস এমপিভি, বিএমডব্লিউ ৫ সিরিজ ৫২০ডি লাক্সারি লাইন, মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০, ভলভো এক্সসি৯০, অডি কিউ৭।
রাশমিকা-বিজয় আলাদা আলাদাভাবে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। আবার জুটি বেঁধে একই সিনেমায়ও কাজ করেছেন তারা। ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।
‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত।
যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি ছিল তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি কখনো ছিল না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।