২ লাখের টপে নেটদুনিয়ায় ‘ঝড়’ তুললেন রাশমিকা

Rasmika

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন রাশমিকা মান্দানা। তারই একটি ছবিতে হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে টপ পরিহিত অবস্থায় দেখা যায়। এরপরই ছবিটি নিয়ে চলছে জোর চর্চা; প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

Rasmika

‘সেলিব্রিটি আউটফিট ডিকোড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাশমিকার ছবিটি পোস্ট করা হয়। তারকাদের ফ্যাশন বিষয়ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টপটি নিয়ে জানিয়েছে বিস্তারিত তথ্য।

পোস্টে জানানো হয়েছে, নতুন ফটোশুট। রাশমিকার পরনের টপটি তৈরি করেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন হাউজ গুচি। এর মূল্য ১ লাখ ৪১ হাজার ৮৭ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা। প্রায় ২ লাখ টাকার সমান।

গুচির ওয়েবসাইট ঘুরে পাওয়া যায় টপটি। তাতে বলা হয়েছে, শতভাগ উল দিয়ে তৈরি করা হয়েছে পোশাকটি। এর দৈর্ঘ্য ৮০ সেন্টিমিটার। থ্যাইল্যান্ডের মুদ্রায় পোশাকটির মূল্য ধরা হয়েছে ৫৮ হাজার বাত যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৪ হাজার ৭২৬ টাকা।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত আলোচিত এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

এই মুহূর্তে রাশমিকার হাতে রয়েছে ৬টি সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে তেলেগু ভাষার ৪টি ও হিন্দি ভাষার দুটো সিনেমা। এ তালিকার উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘পুষ্পা টু’, ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘সিকান্দার’ প্রভৃতি। চলতি বছরে মুক্তির কথা রয়েছে ‘পুষ্পা টু’ সিনেমাটি।