চমকে দিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে সাফল্যের শুরু অভিনেত্রী রাশমিকা মান্দানার। এরপর এই ছবির প্রযোজক ও অভিনেতা রক্ষিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০১৭ সালের ৩রা জুলাই তাদের বাগদানও হয়। তবে কোনো এক অজ্ঞাত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান তারা। গুঞ্জন রয়েছে রাশমিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে।

তবে এ বিষয়ে মুখ খুলেননি কেউ। জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এটি প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে গিয়েছে। কিন্তু প্রেমের খবরের পাশাপাশি একাধিকবার তাদের বিচ্ছেদের জল্পনাও মাথাচাড়া দিয়েছে। অনুরাগীরা অপেক্ষায় তাদের প্রিয় জুটির সুখবর শোনার।

এর মাঝেই উল্টো সুর রাশমিকার। নিজের গোপন বিয়ের কথা জানালেন অভিনেত্রী।

তবে পাত্র বিজয় নন, অন্য কেউ। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হন রাশমিকা। সেখানেই অভিনেত্রীকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। রাশমিকা রাখঢাক না করেই জানান তার বিয়ে হয়ে গিয়েছে। আচমকা এমন কথায় অনেকেই চমকে উঠেছেন। অভিনেত্রী জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন। এই নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সেই রয়েছে রাশমিকার হৃদয়জুড়ে।