বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা প্রেম করছেন বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন এই তারকা জুটি।
জন্মদিন পালন করতে ওমানে গিয়েছিলেন রাশমিকা। প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল, কার সঙ্গে বিদেশে জন্মদিন পালন করছেন রাশমিকা? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন বিজয়।
ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন নায়িকা। তার পরনে কালো রঙের ট্যাংক টপ। মেকাপবিহীন রাশমিকার মুখ স্পর্শ করেছে সমুদ্র বেয়ে ওঠা সূর্যের আলো।
একই সমুদ্রসৈকত থেকে কিছু ছবি শেয়ার করেছেন চর্চিত প্রেমিক বিজয়ও। তার পরনে সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি। ছোট করে কাটা চুল। একেবারে ভিন্ন লুকে দেখা গিয়েছে অভিনেতাকে।
এতেই স্পষ্ট হয়ে গিয়েছে, জীবনের বিশেষ দিনটা প্রেমিকের সঙ্গেই ভাগ করে নিয়েছেন রাশমিকা। অনুরাগীদের চোখে ধরা পড়েছে রাশমিকা-বিজয়ের ছবির বেশ কিছু খুঁটিনাটি। তাই এবার ভক্তদের প্রশ্ন, এ জুটি বিয়ের পিঁড়িতে কবে বসছেন?
রাশমিকা মান্দানা বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। ‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘সিকন্দর’ —প্রতিটি সিনেমাতেই নজর কেড়েছেন অভিনেত্রী। আগামী দিনে তার হাতে রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’, ‘কুবেরা’র মতো সিনেমা।
অন্যদিকে বিজয়ের সিনেমা ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।