রেশনের দোকানে মদ, মুখ খুললেন শ্রীলেখা

শ্রীলেখা

বিনোদন ডেস্ক : মদ বিক্রির অনুমতি চেয়ে রেশন ডিলাররা ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন। এমন একটি প্রকাশিত সংবাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখানেই শেষ নয়, নিজের জমানো ক্ষোভ উগরে দিয়েছেন এই ছবির সঙ্গে।

শ্রীলেখা

শ্রীলেখা বলেন, কই গেলেন যারা আমার জন্মদিনের ভিডিও দেখে গেল গেল রব তুলেছিলেন? যান, লাইন দিয়ে দাঁড়ান রেশনের দোকানে। সস্তায় পাবেন, দুয়ারেও এসে দিয়ে যেতে পারেন।

কেন এ কথা বলছেন ঠোঁটকাটা শ্রীলেখা? কারণ কদিন আগে শ্রীলেখার জন্মদিনে টাকিলা শট খাওয়ার ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য।

দুইটি কাজ করলে কোলে নেওয়ার দশ মিনিটেই ঘুমিয়ে পড়বে শিশু

অবশ্য এর জবাবে শ্রীলেখা সোজাসাপ্টা বলেছিলেন, ‘আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসির ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি—বেশ করেছি। কারো অনুপ্রেরণায় খাই না।’