জুমবাংলা ডেস্ক : আপনি হয়তো প্রায়ই খেয়াল করে দেখবেন রাস্তায় চলন্ত সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ি দেখলেই তাড়া করে কুকুর। এসব যানের পেছন পেছন দৌড়ায় অনেকটা পথ। স্বাভাবিকভাবে কৌতুহলী মনে প্রশ্ন জাগে কেন কুকুর মোটরযানের পেছন পেছন দৌড়ে তাড়া করে। কুকুদের এমন অদ্ভুত আচরণ করার কারণ কী?
বিশেষজ্ঞরা বলছেন, কুকুর সাধারণত নিজের এলাকা চিহ্নিত করে রাখে। আর তা করার জন্য বিভিন্ন স্থানে মূত্রত্যাগ করে কুকুর। অনেক সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকাতেও প্রস্রাব করে তারা।
এই প্রস্রাবের গন্ধ দীর্ঘদিন গাড়ির চাকায় থেকে যেতে পারে। যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, তাই এই ধরনের কোনও গাড়ি কাছাকাছি এলেই টের পায় কুকুর। তারা ভাবে নিজের এলাকা বুঝি বেদখল হতে বসল। তাই অন্য কুকুর বেপাড়ায় এলে যেমন স্থানীয় কুকুরদের বাহিনী তর্জন গর্জন করে, খানিকটা তেমন ভাবেই গাড়ি দেখেও তাড়া করে কুকুরের দল।
তবে এই কারণটি ছাড়াও অন্য বেশ কিছু কারণ থাকতে পারে এই ঘটনার পিছনে। অনেকেই মনে করেন, অনেক সময়ে কোনও গাড়ির ধাক্কায় একই দলের অন্য কোনও কুকুর আহত হলে সেই ধরনের গাড়ির দিকে তেড়ে যেতে পারে সঙ্গী কুকুরের দল।
আবার কিছু কিছু কুকুর বংশগত ভাবেই আক্রমণাত্মক হয়। রাতে গাড়ির হেডলাইটের তীব্র আলো কিংবা আওয়াজে তাই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। এমনকি, খেলাচ্ছলেও অনেক সময়ে গাড়ি দেখে তাড়া করে কিছু কুকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।