বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কণ্ঠশিল্পী রবিন থিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তিনি মদ খেয়ে তার হবু বউ অর্থাৎ প্রেমিকাকে রাস্তায় প্রকাশ্যে মারধর করেছেন―এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তবে এ ঘটনাকে নানাজন নানাভাবে ব্যাখ্যা করছেন।
রবিন থিকের হবু বউ বা প্রেমিকার নাম এপ্রিল লাভ গেরি।
লস অ্যাঞ্জেলেসের পশ্চিম হলিউডের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটিকে ন্যক্কারজনক হিসেবে অভিহিত করছেন নেটিজেনদের। এমনকি রবিন থিকের ভক্তরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে এমনটি দেখা যায়।
ভিডিও শেয়ারকারী একজন ক্যাপশনে লিখেছেন, ‘আমি হতবাক, কেউ এগিয়ে আসেনি, হস্তক্ষেপ করেনি। এটা রীতিমতো হয়রানি, লাঞ্ছিত করা হয়েছে। কতবার লাভ গেরি বলেছেন, স্টপ, নো নো, তাকে থামাতে কতবার এসব বলতে হবে?’
ভিডিওতে দেখা যায়, লাভ গেরি তাকে ছেড়ে দিতে বলছেন, তবু রবিন ছাড়ছেন না। তাকে জড়িয়ে ধরে হাত থেকে কী যেন কেড়ে নিতে চাইছেন।
আর লাভ গেরি তার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ারে আপ্রাণ চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।