রাস্তার মাঝখানে সাদা গেঞ্জি ও হাফ প্যান্ট পরে যুবকদের উদ্দাম ড্যান্স

যুবকদের উদ্দাম ড্যান্স

বিনোদন ডেস্ক : মহিলাদের শর্ট ড্রেসে দেখতে কার না ভালোলাগে বলুন তো। কিন্তু তা বলে ছেলেদের স্যান্ডো গেঞ্জি এবং পাজামা প্যান্ট পরা অবস্থায় রাস্তার মাঝে নাচ করতে দেখলে কেমন লাগবে আপনার। নিশ্চয়ই হাসতে হাসতে পেটে খিল ধরবে।

যুবকদের উদ্দাম ড্যান্স

তবে চিন্তা করবেন না সোশ্যাল মিডিয়ার থেকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে কার্যত সবদিক থেকে আপনাদের এন্টারটেইনমেন্ট খুঁজে নিয়ে আসার দায়িত্ব আমাদের। যে কারনেই আজ আবারো জবরদস্ত একটি মজাদার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।

YouTube video player

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল, রাস্তার মাঝেই ৬ জন ছেলে স্যান্ডো গেঞ্জি ও পাজামা প্যান্ট করে নাচ শুরু করে দিলো। বিখ্যাত ডিজে গান ‘এসো এসো এসো এসো’। সেই গানেই দুর্ধর্ষ নেচেছে ছয়টি যুবক। সাথেই তাদের পায়ে রঙবেরঙের স্নিকার্স, চুলের স্টাইলও করেছে। মজার ছলের তাদের দুর্দান্ত নাচ মন ছুঁয়ে যাবেই।

বাড়ির উঠানে হারিয়ানভি গানের তালে উদ্দাম ড্যান্স দিলো সুন্দরী যুবতী

‘S Dance World’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল ৩ মাস আগে। এখনও পর্যন্ত ৫৭ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। সবাই এই ভিডিওটি শুধু নাচ নয় বেশ অন্যরকম এন্টারটেনমেন্ট পারপাস বলেছে। সবাই তাদের নতুনত্ব নাচের স্টেপের প্রশংসা করেছে। আপনিও দেখে দিন মজাদার এই ভিডিও আর কেমন হয়েছে তা অবশ্যই জানান।