আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত এক্সপ্রেসওয়েতে হঠাৎ করে সৃষ্টি হয়েছে ১৫ ফুট লম্বা ও ২ ফুট চওড়া একটি বিশাল গর্তের। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের নয়দা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওতে শুক্রবার এই ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে, ওই গর্তের কারণে ব্যস্ত এক্সপ্রেসওয়েটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। তাই ওই রাস্তা ঠিক করার জন্য শ্রমিকরাও সময়মত পৌঁছাতে পারেননি। তবে শনিবার ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল।
ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে শ্রমিকদের রাস্তা মেরামত করতে ও পুলিশকে যানজট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
नोएडा-ग्रेटर नोएडा एक्सप्रेसवे पर हुआ 15 फीट लंबा गड्ढा, सेक्टर 96 के पास हुआ गड्ढा.#Noida pic.twitter.com/cGNbPxCmO0
— Saurabh Yadav (@Saurabh21Ydv) August 27, 2022
জানা গেছে, সেখানে একটি আন্ডারপাস তৈরির কাজ চলছিল। সেই কারণেও রাস্তায় গর্ত সৃষ্টি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।