জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্যই সরকারের বক্তব্য বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি।
সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন গঠনে সার্চ কমিটির কার্যক্রম চলছে। একই সঙ্গে সংস্কারের রুপরেখা ঠিক করার কমিশনের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।