স্পোর্টস ডেস্ক : ২০০২ সালের পর আর বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। এর মধ্যে কেটেছে ২১টি বছর। এখন নতুন প্রজন্মকে হাল ধরতে হবে ব্রাজিলের। সেই লক্ষ্যেই এগোচ্ছে দলটি। বয়সভিত্তিক দলে রয়েছে নজর। ভালোও করছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এরাই আজ রাতে মুখোমুখি হবে প্যারাগুয়ের।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল রাউন্ডে প্রথম ম্যাচের জয়ে স্বস্তিতে আছে ব্রাজিলের যুবারা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার (১৪ এপ্রিল) এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভার্সিটিরিয়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও একের এক জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ড নিশ্চিত করে জুনিয়র সেলেসাওরা। ফাইনাল রাউন্ডে আগামী ১৮ এপ্রিল সেলেসাওদের প্রতিপক্ষ স্বাগতিকরা। আর ২১ এপ্রিল চতুর্থ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা।
এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে খেলতে নামবে ব্রাজিলের যুবারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।