রাতে ১টি জিনিস ব্যবহার করুন, ত্বকে সহজেই বাড়বে উজ্জ্বলতা!

Girls

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন সি সিরামের জাদুকরী গুণ অনেকেই জানেন না। এটি শুধু ত্বককে উজ্জ্বল করে না, বরং বলিরেখা ও কালচে দাগ কমাতেও বেশ কার্যকর। বাজারের ব্যয়বহুল প্রসাধনীর বদলে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকরী এই সিরাম।

Girls

প্রয়োজনীয় উপকরণ

  • ১টি ভিটামিন ই ক্যাপসুল
  • ১ চা চামচ গ্লিসারিন
  • ২ চামচ গোলাপ জল
  • ১/৪ চা চামচ আই অ্যাসকর্বিক অ্যাসিড পাউডার (ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন)

তৈরি করার পদ্ধতি

১. একটি পরিষ্কার কাচের শিশিতে ভিটামিন সি গুঁড়ো নিন।
2. এতে গোলাপ জল মিশিয়ে ভালোভাবে নাড়ুন।
3. ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে তেল বের করে দিন।
4. এরপর গ্লিসারিন মিশিয়ে শিশিটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
5. এয়ারটাইট বোতলে সংরক্ষণ করুন।

ব্যবহার পদ্ধতি

✔ প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করুন।
✔ টোনার লাগানোর পর কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম মুখে ম্যাসাজ করুন।
✔ এরপর ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করুন।
✔ প্রথমবার ব্যবহারে সামান্য জ্বালাপোড়া হতে পারে, তাই সপ্তাহে ২ দিন ব্যবহার করে ধীরে ধীরে নিয়মিত করুন।
✔ বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

Realme GT 7T: 8GB RAM সহ শীঘ্রই বাজার কাঁপাতে আসছে!

প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে এই সিরাম হতে পারে আপনার রাতের স্কিন কেয়ার রুটিনের সেরা সংযোজন!