জুমবাংলা ডেস্ক : ৫ই আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মাঠে পুলিশের ঘাটতির কারণে রাজধানীসহ সারাদেশেই অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।
দক্ষিণ কুড়িল, ভাটারা, বসুন্ধরা বাসস্ট্যান্ডের পাশে টপটেন গলি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গভীর রাতে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত দলবদ্ধভাবে এসে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনজন মোটরসাইকেলে করে এসে নির্জন গলিতে এক পথচারীকে চাপাতির ভয় দেখিয়ে তার মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপরাধীরা সিসি ক্যামেরা ভাঙার কাজেও সক্রিয়।
এলাকার মানুষ আশা করছে, যৌথ বাহিনীর টহল বাড়ালে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে গভীর রাতে টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত এই সমস্যার সমাধানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।