বিনোদন ডেস্ক : চরকিতে আজ রাতে আসছে তামিল সিনেমা ‘মানাগারাম’। বিখ্যাত পরিচালক লোকেশ কানাগরাজের নির্মাণে সিনেমাটি অ্যাকশন আর থ্রিলারে ভরপুর।
সিনেমার গল্পটি মূলত একটি শহরকেন্দ্রীক। যেখানে চারজন মানুষের টিকে থাকা ও অস্তিত্বের লড়াই দেখানো হয়েছে। বিভিন্ন সময় ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের এক সুঁতোয় বেঁধে দেয়। পরবর্তীতে সেখান থেকে বাঁচার উপায় তাদের একমাত্র লক্ষ্য হয়ে উঠে। শহরের সাধারণ মানুষের গল্প যা কিনা অনেকের চিরায়ত জীবনকে প্রতিনিধিত্ব করে।
চরকিতে প্রত্যেক বৃহস্পতিবার মানেই নতুন কনটেন্ট। অরিজিনাল সিনেমা, সিরিজ, ডাব কনটেন্ট; যেটাই হোক প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি পাবেই। এর ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবারেও এর ব্যতিক্রম হবে না।
বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগরাজের প্রথম ফিচার ফিল্ম ছিল এটা। এছাড়া সন্দীপ কিষান, শ্রী, রেজিনা কাসান্ড্রাসহ তামিলের আরো বেশ কিছু অভিনেতাদের দেখা যাবে।
একশন ও থ্রিলে ভরা এই সিনেমায় দর্শকরা ভালো সময় উপভোগ করতে পারবে। চরকিতে ‘মানাগারাম’-সহ সময় নিয়ে দেখে ফেলতে পারেন বাংলায় ডাব করা পিগ জেন, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭ এর মতো ইরানি, টার্কিশসহ ভিনদেশি ভাষার দুর্দান্ত সব সিনেমাগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।