জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও গরমের তীব্রতা যেন একটুও কমছে না। এখনো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এই প্রেক্ষাপটে শুক্রবার (২৩ মে) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, রাতের মধ্যেই দেশের ১৮টি জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রাসঙ্গিক সতর্কতা
- ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন
- খোলা মাঠ বা উঁচু জায়গায় অবস্থান করবেন না
- বৈদ্যুতিক তার ও গাছপালা থেকে দূরে থাকুন
- নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।