জুমবাংলা ডেস্ক : পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে এবং প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তবে রাত্রিবেলায় শেয়াল বা নেকড়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে কেন জানেন? এই প্রশ্নেরই মত এমনই কিছু আকর্ষণীয় তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের যমজ শহর কাকে বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের যমজ শহর বলা হয় হাওড়া ও কলকাতাকে।
২) প্রশ্নঃ পৃথিবীতে প্রাণীদের মধ্যে কত শতাংশ পোকামাকড়?
উত্তরঃ ৮০% পোকামাকড়।
৩) প্রশ্নঃ কোন প্রাণী গলাকাটা অবস্থায় সবথেকে বেশি দিন বেঁচে থাকে?
উত্তরঃ আরশোলা।
৪) প্রশ্নঃ কত সালে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়েছিল?
উত্তরঃ ২০০১ সাল থেকে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়।
৫) প্রশ্নঃ ভারতের প্রথম উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহটির নাম কি ছিল?
উত্তরঃ আর্যভট্ট।
৬) প্রশ্নঃ কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো?
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ পচা ডিমের মতো।
৭) প্রশ্নঃ সিংহের গর্জন কতটা দূর পর্যন্ত শোনা যায়?
উত্তরঃ চার থেকে পাঁচ মাইল দূর পর্যন্ত সিংহের গর্জন শোনা যায়।
৮) প্রশ্নঃ পেয়ারা কোন ভাষার শব্দ?
উত্তরঃ পর্তুগিজ ভাষার শব্দ পেয়ারা।
৯) প্রশ্নঃ ভারতের কোন ব্যাঙ্ক প্রথম এটিএম চালু করেছিল?
উত্তরঃ ভারতের HSBC ব্যাঙ্ক প্রথম এটিএম চালু করেছিল।
১০) প্রশ্নঃ রাত্রিবেলায় শেয়াল বা নেকড়ে কেন চাঁদের দিকে তাকিয়ে থাকে জানেন?
উত্তরঃ রাত্রিবেলায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এবং দলের সদস্যদের সাথে যোগাযোগ করবার জন্য। আসলে ওপরদিকে মুখ করে ডাকলে শব্দ বেশিদূর পর্যন্ত শোনা যায় বলে, নেকড়ে বা শেয়াল চাঁদের দিকে তাকিয়ে ডাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।