আন্তর্জাতিক ডেস্ক : ৮৬ বছর বয়স, গিয়েছিলেন রুটিন চেকআপে। সেখান থেকেই অবস্থার অবনতি। সংকটজনক অবস্থার গুঞ্জনের মাঝেই এল তাঁর মৃত্যুসংবাদ। তিনি রতন টাটা। বর্ষীয়ান শিল্পপতির প্রয়াণে শোকের ছায়া শিল্পমহল সহ সব ক্ষেত্রেই।
১৯৩৭ সালে জন্ম। দীর্ঘ জীবনকালে শিল্পপতি হিসেবে একের পর এক নজির গড়েছেন। ঝুলিতে এসেছে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। তথ্য বলছে তিনি রেখে গেলেন ৩৮০০ কোটি টাকার সম্পত্তি। তাঁর প্রয়াণে এই বিরাট সাম্রাজ্যের উত্তরাধিকার কে হবেন? জল্পনা তা নিয়েও।
এই বিষয়ে বেশ কয়েকটি নাম উঠে আসছে –
নোয়েল টাটা। নেভাল টাটা এবং সিমোনের সন্তান। তাঁর তিন সন্তান মায়া, নেভিল এবং লেয়াকেও টাটার উত্তরাধিকারের তালিকায় রাখা হয়।
নেভিল ট্রেন্ট লিমিটেডের স্টার বাজার দেখভাল করেন। স্পেনের আইই বিজনেস স্কুল থেকে পড়েছেন লেহা। ইন্ডিয়ান হোটেল কোম্পানি এবং তাজ-এ তাঁর গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যতম বুদ্ধিমতী মনে করা হয় মায়াকে। টাটা অপার্চুনেটিস্ট ফান্ড এবং টাটা ডিজিটালেও তাঁর গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।