জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক হাফিজুর রহমান (৫০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, রাত ১১টার দিকে গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর চালক হাফিজুর রহমানের ঠোঁটে লাগে। এসময় ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকলে চালক ট্রেন থামাতে বাধ্য হন।
বিবাহ বিচ্ছেদে প্রেম মরে না, শাকিবের জন্মদিনে বোঝালেন অপু বিশ্বাস
ওসি বলেন, রেলওয়ের কর্মীরা চালককে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। ট্রেনটি পেছনে ফিরিয়ে এনে গৌরীপুর স্টেশনে রাখা হয়েছে। ট্রেনের অন্য চালক আসলে আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এ ঘটনায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।