স্পেনের ফুটবল অঙ্গনকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তরুণ গোলরক্ষক রাউল রামিরেজ ওসোরিও। মাত্র ১৯ বছর বয়সে মাঠে সংঘর্ষে মারাত্মক মাথার আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) তের্সেরা ফেডারেশন লিগের এক ম্যাচে। ম্যাচের ৬০তম মিনিটে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েন রাউল। কোচ রাফা দে পেনা মাঠেই মুখে-মুখে শ্বাস দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এক নার্সিং শিক্ষার্থীও সিপিআর প্রয়োগ করেন। পরে সংকটজনক অবস্থায় তাকে উত্তর স্পেনের সান্তান্দারের মারকেস দে ভালদেসিলা হাসপাতালে ভর্তি করা হয়।
দুই দিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২৯ সেপ্টেম্বর) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, সংঘর্ষের ধাক্কায় তার মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তাকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। পরিবারের ইচ্ছায় তার অঙ্গদান করা হচ্ছে।
ঘটনার পরপরই ম্যাচ স্থগিত করা হয়। রাউলের ক্লাব কলিন্দ্রেস জানিয়েছে,আমাদের গোলরক্ষক রাউল রামিরেজ গুরুতর আঘাত পেয়েছেন। এই কঠিন সময়ে আমরা তার ও পরিবারের পাশে আছি।
কান্তাব্রিয়ান ফুটবল ফেডারেশন তিন দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া পরবর্তী রাউন্ডের প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
রাউলের মৃত্যুতে স্প্যানিশ ফুটবলসহ ইউরোপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রিয়াল মাদ্রিদ সামাজিক মাধ্যমে গভীর সমবেদনা জানিয়ে লিখেছে,১৯ বছর বয়সী রাউল রামিরেজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও ক্লাবের প্রতি সমবেদনা জানাই।
এছাড়া লা লিগাও শোক জানিয়ে বলেছে, রাউলের পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সহানুভূতি।
এর আগে চলতি মাসেই ব্রাজিলে ৩৪ বছর বয়সী গোলরক্ষক অ্যান্টোনিও এডসন দোস সান্তোস সোসা (ডাকনাম ‘পিক্সে’) মাঠেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। টানা এমন মৃত্যুর ঘটনায় ফুটবল দুনিয়া এখন শোক ও উদ্বেগে নিমজ্জিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।