বিনোদন ডেস্ক : ‘টিপ টিপ বরসা পানি’ — বলিউড ইতিহাসের এক অন্যতম উষ্ণ গান। হলুদ শিফন শাড়িতে বৃষ্টিভেজা দৃশ্যে রবিনা ট্যান্ডনের উপস্থিতি আজও দর্শকদের মনে তীব্র প্রভাব ফেলে। এই গানে তার সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার, যার ভেজা শার্টের বোতাম খোলা দৃশ্য বহু নারী ভক্তের হৃদয় জয় করেছিল।
নয়ের দশকে বলিউডের এক সময়ের বহুল আলোচিত জুটি ছিলেন রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার। তাঁদের প্রেমের গুঞ্জনে মুখর ছিল গোটা বলিউড। এমনকি পরিচালক ও প্রযোজকেরাও তাঁদের একসঙ্গে কাস্ট করতে চাইতেন। এই সময়েই মুক্তি পায় রাজীব রাই পরিচালিত ছবি ‘Mohra’, যার ‘Tip Tip Barsa Paani’ গান আজও দর্শকদের মনে গেঁথে আছে।
তবে এই গানের পিছনে ছিল এক নির্মম বাস্তবতা। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে রবিনা জানিয়েছেন, গানটির শুটিং চলাকালীন তিনি মাসিকের ব্যথায় ভুগছিলেন। এমনকি ওষুধ খেয়েও তার যন্ত্রণা কমেনি। মেকআপ ভ্যানে শুয়ে থাকলেও পরিচালক তাকে ফ্লোরে ডেকে পাঠান। তিনি ব্যথার কথা জানালেও শুটিং বন্ধ হয়নি।
শুটিংয়ের দিন সেটে বৃষ্টির ব্যবস্থা করা হয়। অসুস্থ অবস্থায় ভিজে গানের দৃশ্য করতে হয়েছিল তাকে। অল্প জ্বরও ছিল। রবিনা জানান, তিনি সুযোগ পেয়ে অক্ষয় কুমারকেও বিষয়টি জানান। কিন্তু তিনিও বাধ্য ছিলেন শুটিং চালিয়ে যেতে। শেষ পর্যন্ত মারাত্মক শারীরিক অস্বস্তির মধ্যেও গানটির অন্তরঙ্গ দৃশ্যগুলো সম্পন্ন করেন তিনি।
রবিনা বলেন, “খুব কষ্ট হয়েছিল সেদিন। সেই যন্ত্রণা আজও ভুলতে পারিনি।”
এই গানটির মাধ্যমে তাঁরা বলিউডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। পরবর্তীতে অক্ষয় কুমার হঠাৎ করেই টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন। তবে তাঁদের সম্পর্ক ভেঙে গেলেও ‘মোहरा’র এই গান আজও রয়ে গেছে বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত গান হিসেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।