জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের সবজি রফতানি হলেও, প্রথমবারের মতো বিদেশে পাঠানো হলো কাঁচকলা। চট্টগ্রাম বন্দর দিয়ে গত ৩১ মার্চ কাঁচকলা নিয়ে একটি জাহাজ মালয়েশিয়ায় যায়।
সোমবার (৩ এপ্রিল) চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক নাছির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাত্তার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় কাঁচকলা রফতানির জন্য গত ৩০ মার্চ আবেদন করে। পরে যাচাই-বাছাই শেষে রফতানির অনুমতি দেয়া হয়। প্রতিষ্ঠানটি পরে ৪.৫ মেট্রিক টন কাঁচকলা মালয়েশিয়ায় রফতানি করে। বগুড়ার শিবগঞ্জ থেকে এসব কাঁচকলা সংগ্রহ করা হয়।
রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার।
চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বাংলাদেশ থেকে প্রায় ৪০ ধরনের তাজা শাকসবজি ও ফলমূল রফতানি হয়। এর মধ্যে আলু, কচু, কচুর লতি, কচুর ফুল, কচুরমুখী, করোলা, তিত করলা, লাউ, চিচিঙ্গা, ফুলকপি, বাঁধাকপি, পটল, বেগুন, ঝিঙ্গা, শসা, শিমের বিচি ইত্যাদি সবজি রয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী এসব সবজি রফতানি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।