স্ত্রীতে তালাক দিয়ে বড় বিপদে রেমন্ডের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে বিশ্বের অন্যতম বৃহৎ স্যুটের কাপড় নির্মাতা প্রতিষ্ঠান রেমন্ড লিমিটেডের শেয়ারের দাম গত সাত দিন ধরেই কমছে। প্রতিষ্ঠানটির ধনকুবের চেয়ারম্যান গৌতম সিংঘানিয়া এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদের ঘোষণার জেরে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্ট গভীর শঙ্কাই এর কারণ বলে মনে করা হচ্ছে।

গত ১৩ নভেম্বরের পর কোম্পানির শেয়ারের দাম কমেছে ১২ শতাংশ পর্যন্ত। ওই দিনই সিংঘানিয়া তাঁর স্ত্রী নাওয়াজ সিংঘানিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। নাওয়াজ নিজেও রেমন্ডের পরিচালনা বোর্ডের একজন সদস্য। শেয়ারের দাম কমায় কোম্পানিটি ২ হাজার ৭০ কোটি টাকার বাজার মূল্য হারিয়েছে।

বুধবার এর শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ, যা গত ২৫ অক্টোবরের পর সবচেয়ে বড় অবমূল্যায়ন।

নাওয়াজের ঘনিষ্ঠ কয়েকজনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস গত সোমবার জানায়, তিনি বিচ্ছেদ সম্পর্কিত সমঝোতার জন্য গৌতম সিংঘানিয়ার ১৪০ কোটি মার্কিন ডলারের সাম্রাজ্যের ৭৫ শতাংশ সম্পদ দাবি করেছেন। অবশ্য এ বিষয়ে রেমন্ড গ্রুপের প্রতিনিধির বক্তব্য চেয়েও পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

আইসিআইসিআই সিকিউরিটিস লিমিটেডের বিশ্লেষক বরুণ সিং বলেন, ‘বিচ্ছেদ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা শেয়ারের দামে প্রভাব ফেলছে। কেউই জানে না এটি কোম্পানিটির ওপরে কী ধরনের প্রভাব ফেলবে। নাওয়াজ নিজে পরিচালনা বোর্ডের সদস্য হওয়ায় বিষয়টি করপোরেট সুশাসনের সাথে জড়িয়ে গেছে।