স্পোর্টস ডেস্ক : ১৫ বছরের বেশি সময় ধরে অপেক্ষা। আর সেই অপেক্ষার প্রহর আরও বাড়ল। আরসিবি এবারও আইপিএল (IPL 2022) খেতাব জিততে পারল না। রাজস্থানের কাছে কোয়ালিফায়ার ২-তে হেরে স্বপ্নভঙ্গ কোহলিদের।
লাগাতার তিন মরশুমে প্লে-অফে খেলল আরসিবি। কিন্তু এবারও আইপিএল ট্রফি হাতে তোলা হল না তাদের। বিরাট কোহলি আরসিবির শুরুর দিন থেকে দলে আছেন। তবে এখনও ট্রফি জেতার সৌভাগ্য হয়নি তাঁর।
আইপিএলের ইতিহাসে ক্রিকেটার কিনতে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে আরসিবি। ৯১০ কোটি টাকা। কিন্তু সব টাকাই কার্যত জলে।
শুধুমাত্র বিরাট কোহলির জন্যই আরসিবি খরচ করেছে ১৫৮ কোটি টাকা। সবই জলে। আইপিএল খেতাব এখনও অধরা তাদের। তবুও প্রতি বছর বহু টাকা খরচ করে দল গড়ে আরসিবি।
আইপিএল শুরুর আগে আরসিবির ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বিরাট। ভেবেছিলেন, চাপমুক্ত হয়ে খেলবেন। কিন্তু তা হল না। এবারের আইপিএল তাঁর কাছে দুঃস্বপ্নের মতো ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।