বেলিংহ্যাম-ভিনিসিয়ুসে উড়ছে রিয়াল

বেলিংহ্যাম-ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ম্যাচ আর জুড বেলিংহ্যামের গোল যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকবার তো কালো আনচেলত্তির দলকে একাই খাদ থেকে তুলে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। গতকাল (শনিবার) আরও একবার জোড়া গোল করেছেন বেলিংহ্যাম। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ইনজুরি থেকে ফেরা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও এদিন গোল পেয়েছেন। যার সুবাদে ওসাসুনাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল।

বেলিংহ্যাম-ভিনিসিয়ুস

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। বেলিংহ্যাম-ভিনি ছাড়াও এদিন গোল করেছেন জোসেলু। রিয়ালের সাবেক ফরাসি তারকা করিম বেনজেমা চলে যাওয়ার পর থেকে তার পজিশনে খেলছেন বেলিংহ্যাম। মিডে খেলা এই ফুটবলার গোলে পারদর্শী হলেও রিয়ালে এসে তিনি একেবারে ফরোয়ার্ড বনে গেছেন।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই বেলিংহ্যামের কল্যাণে রিয়াল ওসাসুনার বিপক্ষে প্রথম গোলটি পায়। এরপর তার দ্বিতীয় গোলটি আসে ৫৪ মিনিটে। এ নিয়ে রিয়ালের হয়ে প্রথম ১০ ম্যাচে ১০ গোল করলেন বেলিংহ্যাম। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়ালের হয়ে প্রথম ১০ ম্যাচে ১০ গোল করেছিলেন। তবে সমান ম্যাচে রোনালদোকে ছাড়িয়ে গেছেন অ্যাসিস্টে, এ সময়ে রোনালদোর অ্যাসিস্ট ছিল একটি। বিপরীতে এখন পর্যন্ত বেলিংহ্যাম তিনটি অ্যাসিস্ট করেছেন।

ম্যাচের ৬৫ মিনিটে প্রতি-আক্রমণ থেকে রিয়ালকে তৃতীয় গোল এনে দেন ভিনিসিয়ুস। আর ৭০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সহায়তায় দলের চতুর্থ গোলটি করেন জোসেলু। স্প্যানিশ এই ফরোয়ার্ড ৮৪ মিনিটে স্কোরলাইন ৫-০ বানানোর সুযোগ পেয়েছিলেন। তবে পেনাল্টি নিয়ে বল লক্ষ্যে রাখতে পারেননি।

ম্যাচশেষে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহ্যামকে প্রশংসায় ভাসিয়েছেন ভিনিসিয়ুস, ‘সে অবিশ্বাস্য। সে রিয়ালে খেলার জন্য এবং বিশ্বের বড় ক্লাবে একটি যুগের চিহ্ন রাখতেই জন্ম নিয়েছে। ওর সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। আশা করি সামনের অনেকগুলো বছর ধরে এটা চলবে, এখানে আমরা একসঙ্গে অনেকদিন খেলব।’

ননদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার উপায়

এই জয়ে লা লিগায় ৯ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ২৪। যা তাদেরকে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে এসেছে। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।