বাস্তবের প্রেম এবার পর্দায়!

তেজস্বী প্রকাশ-কর্ণ কুন্দ্রা

বিনোদন ডেস্ক : বিগ বসের বাড়ি থেকেই তাঁদের প্রেমের চর্চা শুরু বলিউডে। তেজস্বী প্রকাশ এবং কর্ণ কুন্দ্রা একে অন্যকে যেন চোখে হারান! ফ্রেমবন্দি এমন অজস্র মুহূর্ত। কখনও রেস্তরাঁয়, কখনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, কখনও বা নতুন কেনা গাড়ির সামনে যুগলে ক্যামেরাবন্দি। বাস্তবের সেই গভীর প্রেমই এ বার পর্দায়। গানের ভিডিওতে জুটি বাঁধছেন দু’জনে। এই ক’দিনে অনুরাগীদের মুখে যাঁদের নাম হয়ে গিয়েছে ‘তেজরন’।
তেজস্বী প্রকাশ-কর্ণ কুন্দ্রা
নতুন গানের ভিডিও ‘বারিশ আয়ি হ্যায়’। শনিবার সকালে প্রকাশ্যে এল তার পোস্টার৷ একে অপরকে জড়িয়ে তেজস্বী-কর্ণ। অতল প্রেমে ডুব দিয়েছেন দু’জনে। তাঁদের কণ্ঠে গান গাইছেন স্টেবিন বেন এবিং শ্রেয়া ঘোষাল।

পর্দার প্রেম বাস্তবে পৌঁছয় অনেকেরই। এ ক্ষেত্রে অবশ্য উলটপুরাণ। গানের দৃশ্যে যেমন দু’জনে কাছাকাছি, ভালবাসায় বুঁদ, বাস্তবেও ঠিক তেমনটাই। পাপারাৎজির ক্যামেরার ঝলকানিও তাঁদের পলক ফেলতে পারে না৷

এর আগে গত ২০২০-তে এই একই ফ্র্যা়ঞ্চাইজিতে দেখা গিয়েছিল মহসিন খান-শিবাঙ্গি জোশীর জুটি। হিন্দি ছোটপর্দার জনপ্রিয় মুখ দু’জনেই। নতুন অ্যালবামে বাস্তবের যুগল কর্ণ-তেজস্বী, কতটা জাদু ছড়ান, তারই অপেক্ষায় দর্শক। আগামী ১৪ জুলাই মুক্তি পাবে এই নতুন ভিডিও।

আলিয়া ভাটের নতুন চমক