বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Realme 10 Pro Plus এবং Realme 10 Pro ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল। এদের মধ্যে প্রথম মডেলটির ভারতের দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে এবং দ্বিতীয় ফোনটির দাম 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। দুটি ফোনই 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।
Realme 10 Pro Plus এবং Realme 10 Pro ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল। এদের মধ্যে প্রথম মডেলটির দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে এবং দ্বিতীয় ফোনটির দাম 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। দুটি ফোনই 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Realme 10 Pro Plus-এ রয়েছে পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেট। রয়েছে 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং কার্ভড এজ ডিসপ্লে। Realme 10 Pro এবং Realme 10 Pro Plus দুটি ফোনই নাইট ব্ল্যাক এবং সি ব্লু এই দুই কালার অপশনে পাওয়া যাবে। ফোন দুটি দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Realme 10 Pro এবং Realme 10 Pro Plus : ভারতে দাম ও উপলব্ধতা
Realme 10 Pro Plus নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 6GB RAM +128GB স্টোরেজ মডেলটির দাম 24,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 25,999 টাকা। ফ্লিপকার্ট থেকে ইন্ট্রোডাক্টারি অফারে ক্রেতারা এই ফোনের উপরে 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। 14 ডিসেম্বর ঠিক দুপুর 12টা থেকে এই ফোনটি ক্রয় করতে পারবেন উপভোক্তারা।
এদিকে Realme 10 Pro-ও নিয়ে আসা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 6GB RAM +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকা এবং 8GB RAM +128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। এই ফোনের উপরেও ইন্ট্রোডাক্টারি অফারে 1,000 টাকা ছাড় দেবে ফ্লিপকার্ট। 16 ডিসেম্বর, দুপুর 12টা থেকে ফোনটি কেনার সুযোগ পেয়ে যাবেন কাস্টমাররা।
Realme 10 Pro Plus : স্পেসিফিকেশন ও ফিচার
1) Realme 10 Pro+ ফোনে রয়েছে 6.7 ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।
2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে।
3) Realme 10 Pro+ 5G হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 108MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর। এই ডিভাইসটি 30fps রেটে 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
4) বেশ বড় এবংশক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
5) সফটওয়্যার হিসেবে ডিভাইসটি Android 13 ভিত্তিক Realme UI 4.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
Realme 10 Pro: স্পেসিফিকেশন ও ফিচার
1) অন্য দিকে Realme 10 Pro 5G স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ফোনের ফ্ল্যাট LCD প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম।
2) পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেটের সাহায্যে।
3) ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রাইমারি সেন্সর 108MP এবং একটি 2MP ম্যাক্রো সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
4) এই ফোনেও রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
5) সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক Realme UI 4.0 অপারেটিং সিস্টেম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।