বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি-১০ প্রো ফাইভজি সিরিজ চালু করেছে এই আন্তর্জাতিক কোম্পানি। সিরিজের দুটি স্মার্টফোন রিয়েলমি-১০ প্রো এবং রিয়েলমি-১০ প্রো+ তুলনামূকভাবে কম দামের রেঞ্জের মধ্যে আত্মপ্রকাশ করেছে ভারতীয় বাজারে। অনেকে মনে করছেন আই ফোন কেনার থেকে রিয়ালমির এই ফোন নেওয়া হতে পারে বুদ্ধিমানের কাজ। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও কার্ভড ডিসপ্লের এই ফোনগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্মার্টফোন ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে, সেই সঙ্গে ভারতেও উপলব্ধ এই সিরিজের ফোন। মিডরেঞ্জ সেগমেন্টে প্রথমবারের মতো কার্ভড ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে স্মার্টফোনে। ব্যবহারকারীরা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সুবিধা পাবেন। উভয় ডিভাইসে শক্তিশালী প্রসেসর রয়েছে এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে চালু করা হয়েছে ফোন দুটি। রিয়েলমি এই স্মার্টফোনগুলি বিভিন্ন ভেরিয়েন্টে এনেছে।
ভারতে রিয়েলমি ১০ প্রো+ ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা, তবে ব্যাঙ্ক অফার সহ ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে এই ফোন। রিয়েলমি ১০ প্রো ৫জি-র ৬ জিবি + ১২৮ জিবি বেস মডেলের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা, অফার সহ এটি কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। উভয় ফোনের ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। ডার্ক ম্যাটার, হাইপারস্পেস এবং নুবিয়া ব্লুর মতো কালার অপশন রয়েছে। অনলাইনে দেখে নিতে পারেন।
রিয়েলমি-১০ প্রো প্লাস : সিরিজের হাই এন্ড মডেলটিতে ফুল এইচডি + রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্জ টাচ স্যাম্পলিং রেটের সাথে আসে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট সহ এই ফোনে রয়েছে ১২ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ২৫৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
সেট আপটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা লেন্স। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়েলমি ১০ প্রো+ ৫জির ৫০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টার সুবিধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।