বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমির নাম্বার সিরিজের অধীনে Realme 12+ 5G লঞ্চ করা হতে পারে। এই ফোনটি কম বাজেটে লঞ্চ করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে 12 প্রো এবং 12 প্রো প্লাস পেশ করা হবে। এর আগেই সিরিজের Realme 12 Plus 5G ফোনটি MIIT সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। এখান থেকে ফোনটির ডিজাইন সামনে এসেছে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Realme 12+ 5G এর MIIT লিস্টিং : Realme 12+ ফোনটি চীনের MIIT সাইটে RMX3866 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মডেলের মডেল নাম্বার RMX3867।
MIIT সার্টিফিকেশন সাইট অনুযায়ী এই ফোনটি Realme 12 Pro সিরিজের মতো হবে। ফোনটি ব্লু কালারে দেখা গেছে। নিচে শেয়ার করা ছবিতে দেখা গেছে ফোনের ব্যাক প্যানেলে গল ক্যামেরা মডিউলের মধ্যে চারটি ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে।
ব্যাক প্যানেলে মাঝ বরাবর একটি বড় ভার্টিক্যাল মেটালিক স্ট্রিপ দেখা গেছে। প্রিমিয়াম লুকের জন্য এতে লেদার ফিনিশও দেওয়া হতে পারে।
ফোনের ব্যাক প্যানেলে Realme এর ব্র্যান্ডিং রয়েছে। একইভাবে ডানদিকের প্যানেলে ভলিউম ও পাওয়ার বাটন দেওয়া হবে।
ছবি অনুযায়ী Realme 12+ ফোনে বক্সি চেসিস এবং ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।
Realme 12 প্রো প্লাস ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন : ডিসপ্লে: Realme 12 Pro+ ফোনে 6.7 ইঞ্চির FHD+ কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। 2,412×1,080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত এই স্ক্রিন পাঞ্চ হোল ডিজাইনের হতে পারে।
প্রসেসর: এতে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো জিপিইউ থাকতে পারে। স্টোরেজ: এই ফোনের টপ মডেলে 16GB পর্যন্ত RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এর সঙ্গেই মেমরি বাড়ানোর জন্য মেমরি কার্ড স্লট দেওয়া হতে পারে।
ক্যামেরা: Realme 12 প্রো প্লাস ফোনে 200MP Periscope লেন্স দেওয়া হবে। এতে 120X জুম এবং 3X জুম ফিচার থাকবে। এছাড়া সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।