বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী ৩০ জুলাই ভারতে Realme 13 Pro 5G এবং Realme 13 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনগুলি লঞ্চের আগেই কোম্পানি তাদের Realme 12 এবং 12 Pro + স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আমারা অফলাইন রিটেইলসের মাধ্যমে এই অফার সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme 12 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: realme 12 Pro 5G স্মার্টফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির ফুলএচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কার্ভ ওএলইডি স্ক্রিন এবং 120হার্টস রিফ্রেশ রেট সহ 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950নিটস ব্রাইটনেস এবং 2160হার্টস PWM ডিমিং এর মতো ফিচার রয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
প্রসেসর: Realme 12 Pro 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি ওয়ানইউআই 5.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফ্রেব্রিকেশনে তৈরি 2.2 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিইউ রয়েছে।
ক্যামেরা: রিয়েলমি 12 প্রো 5জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স882 মেইন সেন্সর সহ 32 মেগাপিক্সেল আইএমএক্স709 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের দেওয়া হয়েছে। সেলফি তোলার এবং রিলস বানানোর জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই রিয়েলমি 12 প্রো 5জি ফোনে 67ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ইউএসবি টাইপ-সি সাপোর্ট করে।
Realme 12 Pro+ 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই কার্ভ এজ ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটি Android 14 এবং realme UI 5.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64MP OV64B Periscope Telephoto লেন্স এবং 8MP Ultra Wide Camera সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য Realme 12 Pro+ 5G ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 67W SUPERVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 19 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ চার্জ করা যায় এবং 48 মিনিটে 100% চার্জ হয়ে যায়। এতে ডুয়েল চার্জ পাম্প টেকনোলজি রয়েছে, যার ফলে বিদ্যুৎ সংযোগে সমস্যা হলেও ফোনের কোনো ক্ষতি হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।