দুর্ধর্ষ ফিচার নিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনলো রিয়েলমি

Realme 12 Pro Plus 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ভারতীয় বাজারে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। অবশেষে এবার সেই দুই ফোন বাজারে আনল কোম্পানিটি। Realme 12 Pro Plus-এ, কোম্পানি একটি 64MP টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, যাতে 3X জুম সাপোর্ট করে। এছাড়া 50MP ক্যামেরা সেটআপ Realme 12 Pro তে দেওয়া হয়েছে।

Realme 12 Pro Plus 5G

Realme ভারতীয় বাজারে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Realme 12 Pro 5G এবং Realme 12 Pro Plus 5G। কোম্পানি এই দুটি ফোনেই Sony IMX882 এবং Sony IMX890 ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। বহু দিন ধরেই এই সিরিজ নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। অবশেষে এবার সেই দুই ফোন বাজারে আনল কোম্পানিটি। Realme 12 Pro Plus-এ, কোম্পানি একটি 64MP টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, যাতে 3X জুম সাপোর্ট করে। এছাড়া 50MP ক্যামেরা সেটআপ Realme 12 Pro তে দেওয়া হয়েছে।

Realme 12 Pro 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার:

এই ফোনটিতে একটি 6.7 ইঞ্চি ফুল HD+ AMOLED কার্ভড ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের পিছনে একটি 50MP Sony IMX890 ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে । এছাড়াও, ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Android 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে। Realme 12 Pro 5G-এর পিছনে, প্রথম ক্যামেরাটি 50MP এবং দ্বিতীয় পিছনের ক্যামেরাটি 32MP-এর। এই ফোনে একটি 8MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

দাম কত?

এই ফোনের প্রথম মডেলটি 8GB RAM এবং 128GB স্টোরেজের, যার দাম 25,999 টাকা। ফোনটির দ্বিতীয় মডেলটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। ফলে এর দাম এক হাজার টাকা বেশি। 26,999 টাকা রাখা হয়েছে।

Realme 12 Pro Plus-এর স্পেসিফিকেশন:

এই ফোনটিতে একটি 6.67 ইঞ্চি FHD Plus OLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে প্রসেসরের জন্য Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি ট্রিপল ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রথম ক্যামেরাটি 64MP পেরিস্কোপ লেন্সের। দ্বিতীয় ক্যামেরাটি 50MP এবং তৃতীয় ক্যামেরাটি 8MP-এর। এছাড়াও এতে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং আছে।

ঠিকাদার কাজিম উদ্দিন হত্যার রহস্য উন্মোচন

দাম কত?

এই ফোনের প্রথম মডেলটি 8GB RAM এবং 128GB স্টোরেজের। যার দাম 29,999 টাকা। ফোনটির দ্বিতীয় মডেলটি 8GB RAM এবং 256GB স্টোরেজের, আর তার দাম রাখা হয়েছে 31,999 টাকা। ফোনটির তৃতীয় মডেলটি 12GB RAM এবং 256GB স্টোরেজের, এর দাম 33,999 টাকা।