বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অবশেষে লঞ্চ হয়েছে রিয়েলমি 12 প্রো। ভরপুর ফিচার্স নিয়ে হাজির হয়েছে রিয়েলমির নতুন হ্যান্ডসেট। কিন্তু, এই দৌড়ে ইতিমধ্যে ঝড় তুলেছে পোকো X6 প্রো। দুই স্মার্টফোনের দাম রয়েছে 30,000 টাকার মধ্যে। কার্ভড ডিসপ্লে পাবেন রিয়েলমির স্মার্টফোনে, অন্যদিকে ঝকঝকে ক্যামেরা নিয়ে হাজির পোকো।
দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনই নজর কেড়েছে স্মার্টফোন-প্রেমীদের। আগামীদিনে যারা নতুন ফোন কেনার প্ল্যান করছেন তাদের কোন হ্যান্ডসেট বাছা উচিত? আপনার কাজ সহজ করতে পোকো এবং রিয়েলমির দুই হ্যান্ডসেটের মধ্যে বিস্তারিত ফিচার্সের তুলনা দেখে নিন।
ডিসপ্লে ও ডিজাইন
রিয়েলমির স্মার্টফোনে মিলবে 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে যার পিক ব্রাইটনেস 1900 নিটস এবং 120Hz রিফ্রেশ রেট। এই ফোনে মিলবে কার্ভড ডিসপ্লে প্যানেল এবং লেদার ফিনিশ। অন্যদিকে পোকো স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি 1.5K ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস।
ভারতে লঞ্চ হল Realme 12 Pro 5G! কম দামে পাবেন দুর্দান্ত সব ফিচার্স
প্রসেসর, স্টোরেজ
পোকোর হ্যান্ডসেটে মিলবে MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর যা Snapdragon-এর থেকে ভালো পারফরম্যান্স দেবে বলে দাবি করেছে সংস্থা। এই ফোনের বেস মডেলে পাবেন 256GB ইন্টার্নাল স্টোরেজ এবং 8GB ব়্যাম। অপরদিকে রিয়েলমি স্মার্টফোনের বেস মডেলে থাকছে 128GB ইন্টার্নাল স্টোরেজ এবং Snapdragon 7s Gen 2 প্রসেসর।
ক্যামেরা, ব্যাটারি ও অপারেটিং সিস্টেম
রিয়েলমি স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 64 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। পোকো X6 প্রো-তে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। দুই ফোনের সেলফি ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল।
ব্যাটারির ক্ষেত্রে দুই ফোনের মধ্যে খুব বেশি ফারাক নেই। মিলবে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 67W ফাস্ট চার্জার। তাই চার্জিং করতে দুই ফোনেই প্রায় এক সময় লাগবে। দুই ফোনেই অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 14। পোকোর ফোনে 3 বছর এবং রিয়েলমির ফোনে 2 বছর মিলবে অ্যান্ড্রয়েড আপডেট।
দাম কত?
ভারতে পোকো X6 প্রো স্মার্টফোনের দাম রয়েছে 8GB + 256GB ভ্যারিয়েন্টের 26,999 টাকা। রিয়েলমি 12 প্রো স্মার্টফোনের দাম রয়েছে 29,999 টাকা (128GB)। দামের নিরিখে পোকোর মডেল বেশ খানিকটা সস্তা। অনলাইন ও অফলাইন দু’জায়গা থেকেই কেনা যাবে এই স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।