বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই গ্লোবাল বাজারে Realme 14 5G ফোনটি লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে প্রকাশ্যে আনা টিজার ইমেজের মাধ্যমে এই ফোনের নতুন ‘Mecha Design’ দেখা গেছে, এটি একটি স্পেসশিপের অনুকরণে তৈরি। এবার নতুন পোস্টার ইমেজের মাধ্যমে Realme 14 5G ফোনের চিপসেট, AnTuTu স্কোর, ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme 14 5G এর স্পেসিফিকেশন
Realme 14 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 4 SoC প্রসেসর থাকবে। আগের ভারতে লঞ্চ হওয়া Realme 13 5G ফোনে MediaTek Dimensity 6300 SoC দেওয়া হয়েছিল। এই Snapdragon 6 Gen 4 চিপসেট চীনে Realme Neo 7x ফোনে দেওয়া হয়েছিল এবং আপকামিং Realme P3 ভারতীয় মডেলে ব্যাবহার করা হবে।
Realme 14 5G ফোনটি বেঞ্চমার্ক AnTuTu টেস্টে 8,10,000 থেকে বেশি স্কোর পেয়েছে বলে জানা গেছে। আগের Realme 13 5G ফোনটি 4,52,218 স্কোর পেয়েছিল। ফলে আপকামিং ফোনটি পারফরমেন্সের ক্ষেত্রে আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই স্কোর কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে, বাস্তব স্কোর আলাদা হতে পারে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি ল্যাগ করবে না এবং হিট হবে না। এছাড়া দারুণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য জনপ্রিয় ব্যাটল রয়াল গেম‘Free Fire’ এর সঙ্গে হাতমিলিয়েছে।
এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি 10.5 ঘন্টা পর্যন্ত কোনো বাধা ছাড়াই গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আগের Realme 13 5G মডেলে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
Realme 14 5G এর সম্পর্কে জানা গেছে…
এই Realme 14 5G ফোনটি গত মাসে চীনে লঞ্চ হওয়া Realme Neo 7x ফোনের মতো হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজার ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন স্পেসশিপের অনুকরনে তৈরি হবে বলে দেখা গেছে। এই ফোনে ডুয়েল ক্যামেরা সেন্সর রয়েছে, এর মধ্যে 50MP প্রাইমারি লেন্স রয়েছে। ফোনের ডানদিকে পাওয়া বাটনে অরেঞ্জ এক্সেন্ট দেখা যাচ্ছে।
সম্প্রতি TDRA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে এই ফোনের মার্কেটিং নাম জানা গেছে। লিকের মাধ্যমে ফোনের RAM, স্টোরেজ এবং অপশন প্রকাশ্যে এসেছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকতে পারে। এছাড়া ফোনটি Titanium, Silver ও Pink কালার অপশনে সেল করা হতে পারে।
জানিয়ে রাখি Realme Neo 7x ফোনটি চীনে CNY 1,299 অর্থাৎ প্রায় 15,604 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Realme 14 5G এর গ্লোবাল মডেল একই রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Realme 14 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ কোম্পানি তাদের নাম্বার সিরিজের স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে। এর আগে 2024 সালের অগাস্ট মাসে Realme 13 5G ফোনটি ভারতে 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 19 মার্চ ভারতে Realme P3 ফোনটি লঞ্চ হতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।