বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতে Realme 14x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে পরবর্তী Realme 14 Pro সিরিজ পেশ করা হবে। কারণ বেশ কিছু দিন আগেই এই সম্পর্কে টিজার জারি করা হয়েছিল। এই সিরিজের অধীনে Realme 14 Pro, Realme 14 Pro+ এবং নতুন মডেল Realme 14 Pro Lite স্মার্টফোন পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি নতুন টিজারে সিরিজের Realme 14 Pro ফোনটির ডিজাইন দেখা গেছে। এই ফোনটির বিশেষত্ব হল এতে কালার চেঞ্জিং ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Realme 14 Pro ফোনের ডিজাইন ডিটেইলস সম্পর্কে।
Realme 14 Pro সিরিজের লুক
* কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme 14 Pro সিরিজে বিশ্বের প্রথম ঠাণ্ডার প্রভাবে কালার পরিবর্তন করার ফিচার রয়েছে। অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন ঘটলে কালারও বদলে যাবে।
* Realme তাদের এই নতুন ফিচারের জন্য জনপ্রিয় নর্ডিক শিল্প ডিজাইন স্টুডিও Valeur Designers এর সঙ্গে হাত মিলিয়েছে।
* কোম্পানির বক্তব্য অনুযায়ী ইন্ডাস্ট্রির প্রথম Realme 14 Pro সিরিজটিতে লেটেস্ট থার্মোক্রোমিক পিগমেন্ট ব্যবহার করা হয়েছে, এটি তাপমাত্রা পরিবর্তনে কাজ করে।
* টেম্পারেচার 16 ডিগ্রীর নিচে নেমে গেলে ফোনের ব্যাক প্যানেলের কালার পার্ল হোয়াইট থেকে ভাইব্রেন্ট ব্লু কালারে পরিবর্তন হয়ে যাবে।
* শেয়ার করা টিজার ইমেজে Realme 14 Pro সিরিজের ব্যাক প্যানেলে বড় গোলাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। এই সেটআপে ট্রিপল ক্যামেরা এবং বেশ কয়েকটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটির নাম ‘ম্যাজিক্যাল’ ট্রিপল ফ্ল্যাশ বলে জানানো হয়েছে।
* এই সার্কুলার লেআউট এজের চারদিকে ‘হাইপারইমেজ f/1.8 অ্যাপার্চার এবং 120x জুম’ টেক্সট লেখা রয়েছে।
Realme 14 Pro সিরিজের ফিচার
* ফোনের লুক ছাড়াও Realme 14 Pro সিরিজের বেশি কিছু ফিচার সম্পর্কে জানা গেছে।
* সিরিজে 93.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেট সহ কোয়ার্ড-কার্ভ ডিসপ্লে দেওয়া হবে।
* Realme 14 Pro সিরিজের ফোন অত্যন্ত পাতলা সহ থিকনেস 8 মিমি হবে।
* ম্যাজিক্যাল ট্রিপল ফ্ল্যাশ কম আলোতে ন্যাচারাল স্কিন টোন ঠিক করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।
* প্রোটেকশনের জন্য Realme 14 Pro সিরিজে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.5 মিটার পর্যন্ত জল এবং ধুলোতে থাকলে ফোনটি সুরক্ষিত থাকবে।
* হঠাৎ জল ছিটা হাত থেকে সুরক্ষার জন্য ফোনটিতে TUV রীনল্যান্ড সার্টিফিকেশন থাকবে।
* পার্ল হোয়াইট ছাড়াও আমরা আগেই জানিয়েছিলাম ভ্যানিলা মডেল
* Realme 14 Pro ফোনটি Suede Grey কালার অপশনে পাওয়া যাবে।
Motorola Moto G64 5G : ৩২০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্ধর্ষ এক স্মার্টফোন
সবশেষে জানিয়ে রাখি এখনও পর্যন্ত Realme 14 Pro সিরিজের ভারতীয় লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সিরিজটি লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।