বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ১৪ প্রো+ স্মার্টফোনের ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে লঞ্চের ঘোষণা জানুয়ারিতে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ১৪ প্রো এবং ১৪ প্রো+ স্মার্টফোন দুটি এখন নতুন একটি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে এসেছে। রিয়েলমি ১৪ প্রো+ মডেলটির প্রিমিয়াম ভেরিয়েন্টে এখন ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের স্টোরেজ নিয়ে কোনো চিন্তা ছাড়াই ফোন ব্যবহারের সুবিধা দেবে। মার্চের প্রথম সপ্তাহেই নতুন স্টোরেজ অপশনটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে রিয়েলমি।
ভারতে রিয়েলমি ১৪ প্রো+ ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম
রিয়েলমি ১৪ প্রো+ ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। তবে ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফার যোগ করলে এই ভেরিয়েন্টটি ৩৪,৯৯৯ টাকায় কেনা যাবে। নতুন স্টোরেজ ভেরিয়েন্টটি আজ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে।
বর্তমানে রিয়েলমি ১৪ প্রো+ স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। নতুন ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি শুধুমাত্র সাদা এবং ধূসর রঙে পাওয়া যাবে।
Realme 14 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স
রিয়েলমি ১৪ প্রো+ স্মার্টফোনে রয়েছে ৬.৮৩ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩x অপটিক্যাল জুমসহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিন এবং আইপি৬৮/৬৯ রেটেড চ্যাসিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।